; charset=UTF-8" /> gnewsbd.net  » লাইফস্টাইল » এসি থেকে ঘটতে পারে দুর্ঘটনা, মাথায় রাখতে হবে কয়েকটা বিষয়
Date & Time -  

এসি থেকে ঘটতে পারে দুর্ঘটনা, মাথায় রাখতে হবে কয়েকটা বিষয়

অনলাইন ডেস্কঃ- কলকাতা: গুমোট গরম তাই এখন অনেকের বাড়িতেই অনেক সময় ধরেই এসি চালাতেই হচ্ছে। কিন্তু মাথায় রাখতে হবে অনেক সময় এসি বিস্ফোরণ ঘটে দুর্ঘটনা হতে পারে । এজন্য কিছু সুরক্ষার ব্যবস্থা নেওয়া দরকার।‌ সেজন্য এসি ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। এক নজরে দেখে নেওয়া যাক কেন এমন হয়।

১)অনেকেই পুরনো বা নিম্নমানের এসির ব্যবহার করেন তাতে এমনটা হতে পারে

২)ঘরের আকার অনুযায়ী সঠিক ক্ষমতার এসি ব্যবহার না করা

৩)কম্প্রেসরের ভেতরে ময়লা আটকে জ্যাম তৈরি হওয়া

৪)এসি থেকে গ্যাস লিক হওয়া এবং সেটি ঘরে বা এসির ভেতরে জমে থাকা

৫)দীর্ঘক্ষণ টানা এসি চালানো, যার ফলে এসির প্রেশার বেড়ে যায় এবং সেটিকে গরম করে তোলে

৬)এসির ভেতরের বা বাইরের বৈদ্যুতিক তার নড়বড়ে হয়ে থাকা, যা শর্টসার্কিটের তৈরি করতে পারে

৭)বৈদ্যুতিক হাই ভোল্টেজের কারণে ইলেকট্রনিক যন্ত্রের ওপর চাপ তৈরি হওয়া

৮)অনেকদিন এসির সার্ভিসিং না করানো। সময়মত সার্ভিসিং করা একান্ত প্রয়োজন।

৯) তাছাড়া বজ্রপাত বা বৃষ্টির সময়ে এসি চালানো ঝুঁকিপূর্ণ, কারণ ভালো আর্থিং ব্যবস্থা না থাকলে এটিও এসির দুর্ঘটনার কারণ হতে পারে।সূত্র:কলকাতা টোয়েন্টিফোর সেভেন

 এই রিপোর্ট পড়েছেন  150 - জন
 রিপোর্ট »বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বার , ২০২০. সময়-৯:৩২ PM | বাংলা- 26 Bhadro 1427
রিপোর্ট শেয়ার করুন  »
Share on Facebook!Digg this!Add to del.icio.us!Stumble this!Add to Techorati!Seed Newsvine!Reddit!

Leave a Reply

4 + 4 =