ফাইল ছবি
অনলাইন ডেস্কঃ- র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি পুলিশ হাসপতালে ভর্তি আছেন।
র্যাবের ডিজি তার করোনায় আক্রান্তের বিষয়টি বৃহস্পতিবার রাতে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সম্প্রতি শারীরিকভাবে অসুস্থতা অনুভব করলে করোনা টেস্টের জন্য নমুনা দেন। গতকাল বুধবার এর রেজাল্ট পেলে জানতে পারেন তিনি করোনা পজেটিভ।
এর পরই রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছেন জানিয়ে তিনি বলেন, আগের চেয়ে এখন কিছুটা সুস্থবোধ করছেন। দ্রুত সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়াও চেয়েছেন।
এদিকে, করোনায় আক্রান্ত হওয়ার কারণে আজ চট্টগ্রামের বাঁশখালীতে জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তিনি।
এ বিষয়ে র্যাবের উপ-পরিচালক মেজর রইসুল আজম মনি বলেন, জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে র্যাব মহাপরিচালকের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু গতকাল বুধবার তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। সে কারণে তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি।