নড়াইল প্রতিনিধি,সুজয় কুমার বক্সী : নড়াইলের ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রবিবার (১৩ মে) ৯৬ বোতল ফেনসিডিল ও ১টি মোটর সাইকেলসহ ২ যুবককে আটক করেছে। জানাগেছে, নড়াইল –যশোর সড়কের চাচঁড়া প্রাইমারি স্কুলের সামনে নড়াইল ডিবি পুলিশের সাবঃ ইনেসúেক্টর কিশোর মজুমদারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল তিন মোটর সাইকেল আরোহীকে চেক করার জন্য গতিরোধ করলে মোটর সাইকেলটি তারা না থামিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের পিছু ধাওয়া করে তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের কাছে এসে ধরে ফেলে। এ সময় ৯৬ বোতল ফেনসিডিল সহ যশোরের ঝুমঝুমপুর এলাকার এলাকার মোঃ শহীদ সর্দারের পুত্র সেলিম সর্দার(২০) ও নড়াইলের কালিয়ার সবুর শেখের পুত্র মোঃ কামরুজ্জামান শেখকে (২০) পুলিশ আটক করে এবং অপর জন পালিয়ে যায়। এসময় তাদের ব্যাবহৃত একটি লাইসেন্স বিহীন ডিসকোভার মোটর সাইকেল পুলিশ আটক করে। তাদের বিরুদ্ধে মাদক রাখার অপরাধে নড়াইল সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
নড়াইলে ডিবি পুলিশের হাতে ৯৬ বোতল ফেনসিডিলসহ ২ যুবক আটক
এই রিপোর্ট পড়েছেন 2060 - জন