খাইরুল ইসলাম বাসিদ, পাবনা:পাবনার বেড়া উপজেলার জয়নগরগ্রামে শনিবার রাতে অভিযান চালিয়ে জামায়াতের ৪ নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতদের ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে গতকাল রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।আটকৃতরা হলো জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আবুল কাশেম আজাদ (৫৫), বেড়া উপজেলা জামায়াত সেক্রেটারি আতাউর রহমান (৩৫), একই উপজেলার কৈটোলা ইউনিয়ন জামায়াত সভাপতি শওকত হোসেন ফারুকী (৫০) ও সেক্রেটারি মোশাররফ হোসেন (৪০)।বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই সরকার জানান, উপজেলার জয়নগর গ্রামের জামায়াত নেতা মোশাররফ হোসেনের বাড়িতে রাত ১০টার দিকে গোপন বৈঠক করার সময় তাদের আটক করা হয়।
এই রিপোর্ট পড়েছেন 2010 - জন