নিউজ টাইমস টোয়েন্টিফোর ডটকম,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে ফের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশী নিহতের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে ওই সীমান্তে বিএসএফ’র গুলিতে মারা যান দুরুল (৩৯)। তিনি শিবগঞ্জ উপজেলার আজমতপুর মোল্লাটোলা গ্রামের জালাল হোসেনের ছেলে।দুরুলের স্বজন ও স্থানীয় লোকজনেরা জানান, বুধবার ভোর সাড়ে চারটার দিকে দুরুলসহ কয়েকজন বাংলাদেশী ১৮১/৩ সীমান্ত খুঁটি-সংলগ্ন জমিতে ধান কাটতে যান। এ সময় ভারতের শ্মশানী ক্যাম্পের বিএসএফ জওয়ানেরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুরুতর আহত হন দুরুল। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রাজশাহীর ডলফিন ক্লিনিক ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় সকাল সোয়া ১০টার দিকে তিনি মারা যান।উল্লেখ্য, বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহতের ঘটনা এখন নিয়মে পরিণত হয়ে গেছে। বার বার এসব ঘটনার প্রতিবাদ জানালেও এর কোনো প্রতিকার মিলছে না।
ফের বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত
এই রিপোর্ট পড়েছেন 2290 - জন