নিউজ টাইমস টোয়েন্টিফোর ডটকম:মেহেরপুর সদরে বাল্যবিবাহ দেয়ার ঘটনায় চারজনকে তলব করেছেন হাইকোর্ট। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও দুই কাউন্সিলরকে ২৯ মে আদালত হাজির হয়ে ব্যাখ্যা জানাতে নির্দেশ দেয়া হয়েছে।আজ সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ নির্দেশের পাশাপাশি রুল জারি করেন। একটি জাতীয় দৈনিকে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে বিষয়টি আদালতের নজরে আনেন আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী অবন্তী নূরুল। তাঁর সঙ্গে ছিলেন আবু ওবায়দুর রহমান।অবন্তী নূরুল বলেন, প্রতিবেদন অনুযায়ী ছেলের বয়স ১৩ বছর এবং মেয়ের ১১ বছর। এ বিষয়ে সদর উপজেলার ইউএনও ও ওসিকে জানানোর পরও তারা ব্যবস্থা নেননি। সংক্ষিপ্ত শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। রুলে ওই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে চাওয়া হয়। রাষ্ট্রপক্ষ উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।
বাল্যবিয়ে: মেহেরপুর সদরের ইউএনও, ওসিকে হাইকোর্টে তলব
এই রিপোর্ট পড়েছেন 2310 - জন