অনলাইন ডেস্কঃ- রাজশাহী নগরীরের বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গতবুধবার রাতে গ্রেফতার করে রাজশাহী মহানগর পুলিশের বিভিন্ন ইউনিট। পর দিন বৃহস্পতিবার আদালতের মাধ্যমে দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়।
এদিকে গ্রেফতারকৃতদের মধ্যে ১৯ জন ওয়ারেন্টভুক্ত, ১১ জন মাদক ব্যবসায়ী। এছাড়া বিভিন্ন অপরাধে গ্রেফতার হয়েছেন আরো ২৪ জন। অভিযানে ১৪২ বোতল ফেনসিডিল, ১০২ গ্রাম হিরোইন, ১০০ গ্রাম গাঁজা ও ৭২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম গত বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করে তিনি জানান, বিশেষ ওই অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ২২ জন, রাজপাড়া থানা ২৩ জন, মতিহার থানা সাতজন এবং শাহমখদুম থানা দুইজনকে গ্রেফতার করে। গত বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
এই রিপোর্ট পড়েছেন 2380 - জন