লালমনিরহাট প্রতিনিধি: বুধবার রাত সাড়ে ৮টায় লালমনিরহাট পিকাপ স্টান্ড হতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ প্রায় দেড়লাখ টাকা মূল্যের ভারতীয় ফেনসিডাইল আটক করে। এসময় পিকাপ ড্রাইভার সেকেন্দার (২৮)কে সহ ঢাকা মেট্রো হÑ ১৪Ñ৩৫২১নং পিকাপটিও থানায় জব্দ করে। তবে ড্রাইভার সাংবাদিকদেরকে বলে তার পিকাপটি মালিক নিজে ভাড়া করেছে। তাকে সরলখা নামক স্থানে কবিরের বাড়ীতে যেতে বলে ভুট্টা ও সুপারি আনার জন্য । সে যথাসময়ে সেখানে গেলে গাড়ীটি আপলোড হয়। পরে তা নিয়ে পূণরায় পিকাপের মূল ড্রাইভারের হাতে দেওয়ার জন্য পিকাপ স্টান্ডে আসামাত্রই লালমনিরহাট সদর থানা পুলিশের তল্লাশির হাতে পরে। মূল ড্রাইভার ও কবির সহ তার গং ঘটনা স্থল হতে গা ঢাকা দিলে গ্রেফতার হয় আদিতমারী উপজেলার টিপার বাজার গ্রামের সোলেমানের পুত্র ড্রাইভার সেকেন্দার আলী। এব্যাপারে মাদক অঅইনে লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। মর্মে এস আই মাহবুবুর রহমান জানান।
লালমনিরহাটে বিপুল পরিমান ফেনসিডাইল সহ পিকাপ ড্রাইভার আটক
এই রিপোর্ট পড়েছেন 2220 - জন