অনলাইন ডেস্ক:- এর আগে সালমান খানের হাত ধরে বলিউডে রূপালি পর্দায় প্রবেশ করেছেন অনেক বিদেশিনী কন্যা। তালিকায় নাম আছে ক্যাটরিনা থেকে শুরু করে জ্যাকলিনের। তবে এবার সালমান খানের পর অক্ষয় কুমারের হাত ধরে, এই সব নায়িকাদের তালিকায় নাম লেখালেন আর এক বিদেশিনী মিশেল। সাউথ আফ্রিকার মেয়ে মিশেল পেশায় একজন সুপার মডেল। অভিষেক শর্মা পরিচালিত ‘শওকিন’ ছবির টাইটেল ট্র্যাকের সাথে নাচতে দেখা যাবে তাকে।জানা গেছে, ছবিটির টাইটেল ট্র্যাকের জন্য একটা নতুন মুখের প্রয়োজন হয়। তার জন্য মুম্বাইয়ে অডিশনও হয় কিন্তু কাউকে পছন্দ হয় না পরিচালকের। শেষে অক্ষয় কুমার কেপটাউন থেকে নিয়ে আসে এই সুপার মডেলকে। তবে ইতিমধ্যে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করার অফার পেয়েছেন মিশেল।১৯৮০ সালে তৈরি হিন্দি ছবির রিমেক হল ‘শওকিন’। অক্ষয়কে এখানে একজন সুপারস্টার মাতালের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। অক্ষয়ের বিপরীতে এখানে দেখা যাবে লিজা হেডনকে। এছাড়া এই ছবিতে দেখা যাবে অনুপম খের,পীযূষ এবং অনু কাপুরকে।সূত্র: ইন্টারনেট