অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বরিশালের আগৈলঝাড়ার একটি বাজারে আকস্মিক অগ্নিকান্ডে বসতবাড়িসহ ৫০টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫কোটি টাকা নিরূপণ করা হয়েছে। সাবেক চিফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ, বরিশাল বিভাগীয় কমিশনার নূরুল আমিন, স্থানীয় সংসদ সদস্য তালুকদার মো. ইউনুসসহ স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সরকারীভাবে ক্ষতিগ্রস্থদের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়েছে।
ক্ষতিগ্রস্থ ব্যসায়ী ও একাধিকসূত্রে জানা গেছে, উপজেলার সাহেবেরহাট বাজারে সোমবার রাত সাড়ে আটটার দিকে শংকর করের মালিকানাধীন স্টুডেন্ট টেইলার্সের বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মূহুর্তের মধ্যেই আগুণের লেলিহান শিখা বাজারের অন্যান্য দোকানগুলোতে ছড়িয়ে পরে। এসময় ৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান আগুণে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ভস্মীভূত ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে টেইলারিং, গুদাম ঘর, সার ও কীটনাশক, মুদি-মনোহরী, খাবার হোটেল, বসতঘর, স্টুডিও, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক, ঔষধের দোকান, টিনের আড়ৎ অন্যতম। ওই বাজারের ব্যবসায়ীসহ এলাকার লোকজন আগুণ নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে পার্শ্ববর্তী উপজেলা গৌরনদী ও উজিরপুর থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে ওই সকল ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংসস্তুপে পরিণত হয়। এতে ৫কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রোববার রাতেই সাবেক চিফ হুইপ বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ। সোমবার সকালে বরিশাল বিভাগীয় কমিশনার মো. নূরুল আমিন ও দুপুরে স্থানীয় সংসদ সদস্য এ্যাড. তালুকদার মো. ইউনুস সাহেবেরহাটে ভস্মীভূত বাজার পরিদর্শন করেন। এসময় তারা ক্ষতিগ্রস্থদের সরকারী সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এদিকে অগ্রনী ব্যাংক পরিচালক এ্যাড. বলরাম পোদ্দার শীঘ্রই ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।