জি নিউজঃ-মানবাধিকার সংগঠন ‘অধিকার’র সম্পাদক আদিলুর রহমান খান শুভ্রকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। গত ১০ আগস্ট গোয়েন্দা পুলিশ আদিলুরকে তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করেছিল। গতকাল মঙ্গলবার বিচারপতি বোরহান উদ্দিন এবং বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ জামিন মঞ্জুর করে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এজে মোহাম্মদ আলী আদিলুর রহমান খানের পক্ষে শুনানি করেন । এছাড়া তার আরেক আইনজীবী এডভোকেট সালেহউদ্দিন জানিয়েছেন, এ জামিন মঞ্জুরের ফলে আদিলুর রহমান খান শুভ্রের কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই। আদিলুর রহমানের গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করেছিল জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ ও মানবাধিকার সংস্থা। তাঃ-০৮ অক্টোবর, ২০১৩