জিনিউজঃ-মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানকে গতশনিবার রাত ১০টার গুলশানের বাসভবনের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। গত ৫ এবং ৬ই মে ঢাকার মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানকে ঘিরে অসত্য তথ্য প্রচারের অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে , এদিকে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান জানান, আদিলুর রহমানের নামে গুলশান থানায় মামলা ছিল। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানান ,এছাড়া তিনি বর্তমানে গোয়েন্দা পুলিশের হেফাজতে আছেন বলে জানা গেছে।
জি নিউজ/তাঃ- ১০ আগস্ট ২০১৩