বিনোদন,জিনিউজ: দেশের চলচ্চিত্রের হালের আলোচিত জুটি অনন্ত ও বর্ষার মান-অভিমান পর্ব, থানায় পাল্টাপাল্টি অভিযোগের একদিন পর সাধারণ ডায়েরি প্রত্যাহারেও শেষ রক্ষা হলো না। এ প্রসঙ্গে অনন্ত জানিয়েছেন, গতকাল বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন তিনি।অনন্ত আরও জানান বর্ষা এখন কলকাতায় আছেন। গতকাল সন্ধ্যায় জেট এয়ারওয়েজের একটি বিমানে করে তিনি কলকাতায় চলে যান।
বিবাহ বিচ্ছেদের ব্যাপারে বিস্তারিত জানানোর জন্য গতকাল দুপুরে তাঁর মনসুন ফিল্মস কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন অনন্ত। সেখানে তিনি পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরবেন বলেও জানান।বিবাহ বিচ্ছেদের ব্যাপারে বর্ষার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।২০১০ সালে ‘খোঁজ—দ্য সার্চ’ চলচ্চিত্র দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয়েছিল অনন্ত-বর্ষা জুটির। এর পরের বছর তাঁরা বিয়ে করেন। এ দম্পতি ‘স্পিড’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’ ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন। সর্বশেষ তাঁরা দুজন জুটি হয়ে অভিনয় করছিলেন ‘মোস্ট ওয়েলকাম-২’ ছবিতে।