জি নিউজ বিডি ডট নেট ঃ- ১৮ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীসহ দেশের কয়েকটি জায়গায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, রাস্তা অবরোধ, নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ অফিসে হামলা ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রাজধানীতে বাসে আগুন, সকাল ৬টার দিকে মাতুয়াইল এলাকায় একটি মিছিল বের করে অবরোধকারীরা। এসময় গাবতলীগামী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। সকাল ৯টার দিকে ফার্মগেটে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। চালক গাড়ি থামালে যাত্রীরা দ্রুত নেমে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল সোয়া ৭টায় রাজধানীর ধনিয়ায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রশিবির হরতাল ও অবরোধ সমর্থনে আরেকটি ঝটিকা মিছিল বের করে। মিছিল থেকে তারা রাস্তায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তবে পুলিশ আসার আগেই তারা সটকে পড়ে। অবরোধ ও হরতালে রাজধানীর সায়দাবাদ, মহাখালী ও গাবতলী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। পোস্তগোলা ও বাবুবাজার ব্রিজ দিয়েও কোনো বাস যাওয়া-আসা করছে না। অবশ্য সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক বলে কর্তৃপক্ষ জানিয়েছে। নাশকতা ঠেকাতে রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রতিটি অলিগলিতে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক র্যাব, পুলিশ ও সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার সদস্যদের। রাতভর রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা শহরে টহল দিয়েছে বিজিবি। এদিকে বিএনপির ঢাকা মহানগর আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা মহানগরে রোববার ভোর ৬টা থেকে ২৪ ঘণ্টার হরতাল ডাকলেও পরে তা ১২ ঘণ্টা কমিয়ে আনা হয় সন্ধ্যা ৬টা পর্যন্ত করা হয়েছে। নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন
সকালে নারায়ণগঞ্জে একটি যাত্রীবোঝাই বাসে অগ্নিসংযোগ করেছে অবরোধকারীরা। এসময় বাস থেকে নামতে গিয়ে অন্তত ৫ যাত্রী আহত হয়েছেন। জানা গেছে, সকাল সাড়ে ৭টায় ফতুল্লার চাঁদমারী এলাকাতে জেলা পরিষদের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সামনে অবরোধের সমর্থনে ২০/২৫ জন যুবক লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করে। এসময় তারা নারায়ণগঞ্জ-সোনারগাঁও রুটে চলাচল করা বাঁধন পরিবহনের একটি বাসে ভাঙচুর করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় ৫ যাত্রী আহত হন। এছাড়া, সকাল ৭টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইগড়ে ফতুল্লা থানা যুবদলের ব্যানারে একটি মিছিল থেকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নেতা-কর্মীদের ধাওয়া করে। এক পর্যায়ে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। মেহেরপুরে নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ অফিসে হামলা
৭২ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে মেহেরপুরে উপজেলা সার্ভার স্টেশন (নির্বাচন কার্যালয়), সাব-রেজিস্ট্রি অফিস ও বঙ্গবন্ধু স্মৃতি ক্লাবে (স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় হিসেবে পরিচিত) ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে জোটের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল সাড়ে আটটার দিকে মেহেরপুর জেলা বিএনপি সভাপতি ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য আমজাদ হোসেনর নেতৃত্বে ১৮ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপজেলা শহরের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এসময় টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে এবং সরকার বিরোধী স্লোগান দেয় অবরোধকারীরা। পরে র্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে অবরোধকারীরা কয়েকটি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসময় কয়েকটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটানো হয়। সাভারে ট্যাক্সি ক্যাবে আগুন, যানবাহন ভাংচুর
ঢাকা-আরিচা মহাসড়কে সাভার থানা বাসস্ট্যান্ড ও বলিয়ারপুর বেশ কিছু যানবাহন ভাংচুর ও একটি ট্যাক্সি ক্যাবে আগুন দিয়েছে অবরোধকারীরা। এতে ২০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০টায় দিকে সাভার থানা বাসস্ট্যান্ড এলাকায় আনন্দপুর গলি থেকে একটি ঝটিকা মিছিল বের করে অবরোধ সমর্থকরা। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কে উঠে আসার পর পিকেটাররা হামলা চালিয়ে ১০টি যানবাহন ভাংচুর করে। পরে একটি ট্যাঙি ক্যাবে পেট্রল ঢেলে আগুন দেয় অবরোধকারীরা। এতে ওই ট্র্যাঙি ক্যাবটি ভস্মীভূত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় ক্যাবচালকসহ ৫ জন আহত হন। অপরদিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় পিকেটাররা হামলা চালিয়ে ১০টি গাড়ি ভাংচুর করেছে বলে জানা গেছে। এতে ১৫ জন আহত হন। লক্ষ্মীপুরে গাছ ফেলে সড়ক অবরোধ
লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের মান্দারী, লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের মীরগঞ্জ, লক্ষ্মীপুর-রামগতি সড়কের ভবানীগঞ্জ এলাকায় গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। আজ সকাল সাড়ে ৭টায় শহরের কলেজ রোড, উত্তর তেমুহনী ও দক্ষিন তেমুহনী ও উপজেলা পরিষদ এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করে এবং সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে অবরোধকারীরা। এছাড়া একই সময়ে জকসিন, দালাল বাজারসহ জেলার বিভিন্ন স্থানে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার খবর পাওয়া গেছে। জেলার বাসটার্মিনাল থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। সিরাজগঞ্জে পুলিশের গুলিতে আহত ৫- সিরাজগঞ্জের বেলকুচিতে রোববার ভোরে বিএনপির নেতা কর্মীরা এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কের তামাই এলাকায় গাছের গুড়ি, পাথর ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রদল কর্মী আসাদুল ইসলামকে গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছে। পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট ৫ রাউন্ড শর্টগানের গুলি নিক্ষেপ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া, দিনাজপুর, ঝিনাইদহ, জয়পুরহাট, খূলনা, বগুড়া, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। খবর রেডিও তেহরানএর তাঃ- ০৯-১২-২০১৩ #