জি নিউজ বিডি ডট নেট ঃ- নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান জানিয়েছেন অবরোধ-হরতাল থাকলেও সরকারের তত্ত্বাবধানে শুক্রবার থেকে সব ধরনের দূরপাল্লার পরিবহন চলাচল করবে, এদিন থেকে দূরপাল্লার পরিবহণে কোনো ক্ষতি হলে এর ক্ষতিপূরণ দেয়া হবে। বুধবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বর্তমানে রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন সড়কপথে নিরাপদে যানবাহন চলাচল করার বিষয়ে করণীয় নির্ধারণ’ বিষয়ক এক সভায় তিনি একথা বলেন। নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, পরিবহন মালিক-শ্রমিকদের বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। মালিকরা পরিবহন চালানোর বিষয়ে সম্মত হয়েছেন কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, “তাদের পক্ষে বসে থাকার সুযোগ নেই। তারা সম্মত আছেন। মালিকপক্ষ থেকেও সম্মতির কথা জানানো হয়েছে। মন্ত্রী বলেন, “বিরোধী দলের আন্দোলন গণতান্ত্রিক নয়, সহিংসতা। সরকার এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এছাড়া বিরোধী দলের ডাকা গত কয়েক দিনের রাজনৈতিক সহিংসতায় ৪৫ থেকে ৪৬ জন চালক ও সহকারী নিহত হয়েছেন। এদের মধ্যে ১৬ জনের পরিবারের পক্ষে আবেদনের পর ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে অন্যদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান। তাঃ- ১৮ ডিসেম্বর ২০১৩