যশোর অভয়নগরের, প্রতিনিধি ঃ- যশোর অভয়নগর উপজেলার মাগুরা বাজারে আওয়ামী লীগের এক নেতাকে নৃশংসভাবে কুপিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম -চৈতন্য কুমার মণ্ডল ওরফে মধু (৪৭)নিহত চৈতন্য কুমার মণ্ডল পেশায় পল্লি চিকিত্সক। তিনি উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ছিলেন। গতকালরোববার রাত সাড়ে ৮টায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটনায়। পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত ৮টার দিকে ১৫-২০ জন একটি সশস্ত্র সন্ত্রাসী দল হঠাৎ করে বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করে। তারা এ সময় চৈতন্য কুমার মণ্ডলের ওষুধের দোকানে ঢুকে তাকে উপর্যুপরি কুপিয়ে ও বোমা মেরে হত্যা করে। পরেদোকানে পেট্র্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে দেওয়ার আগে তারা দোকানের শাটার বন্ধ করে দেয়। পরে আবার বোমার বিস্ফোরণ ঘটিয়ে স্থান ত্যাগ করে।সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। চৈতন্য কুমারের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করে। এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খবির উদ্দিন বলেন, কুপিয়ে ও বোমা মেরে চৈতন্য কুমার মণ্ডলকে হত্যা করা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারনা করছে পুলিশ । দোষীদের গ্রেফতারে অভিযান চলছে জানান ওসি । তাঃ- ২৭জানুয়ারি ২০১৪ ।
অভয়নগরে আ.লীগ নেতাকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা
Share This