জি নিউজ বিডি ডট নেট ঃ- বিরোধী দলের ‘অযৌক্তিক’ ৬০ ঘণ্টার হরতালে দেশ ৬০ বছর ‘পিছিয়েছে’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে হরতালবিরোধী অবস্থান কর্মসূচিতে সাংবাদিকদের একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।তিনি বলেন, “বিরাধী দল হরতালের আগের রাতে আতঙ্ক সৃষ্টি করে মানুষকে ঘরে আটকে রাখতে চায়। তারা বিচারপতির বাসায় হামলা করে। হামলা চালায় গণমাধ্যমের উপর। তাদের সহিংসতা থেকে রক্ষা পায়নি সাধারণ মানুষসহ কোমলমতি শিশুরাও।আজ বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে হরতালবিরোধী অবস্থান কর্মসূচিতে সাংবাদিকদের তিনি একথা বলেন। ডা. দীপু মনি বলেন, বিরোধী দলের নৈরাজ্যে দেশের উন্নয়ন ব্যাহত হচ্ছে। এর মাধ্যমে শুধু নৈরাজ্য সৃষ্টিই নয়, তারা দেশকে পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। তাদের অযৌক্তিক ৬০ ঘণ্টার হরতালে দেশ ৬০ বছর পিছিয়েছে। আগামীতে আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচন সুষ্ঠ হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেন, আগামী নির্বাচনও সুষ্ঠ হবে। ডা. দীপু মনি আরো বলেন, “বিএনপি কার্যালয়ে মিথ্যাচারিতা শিখানো হয়। মিথ্যচারিতায় দেশ চালানো যায় না। দেশের মানুষকে পাশে পাওয়া যায় না বলে মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি করেছেন । তাঃ-০৬ নভেম্বর, ২০১৩