ডেস্ক রিপোর্ট , জি নিউজ : দেশের সবচেয়ে বড় ক্রীড়া আসর অষ্টম বাংলাদেশ গেমসের বর্ণাঢ্য উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী শনিবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ গেমসের উদ্বোধন ঘোষণা তিনি। ঘোষণায়ও ছিল বেশ নতুনত্ব। তিনি ডিজিটাল বোর্ডে সই করেন, দর্শকরা তা জায়ান্ট স্ক্রিনে দেখতে পান, আর আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যায় অষ্টম বাংলাদেশ গেমস। এর আগে গেমসের সাংগঠনিক কমিটির কোচেয়ারম্যান ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভুঁইয়া সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী উদ্বোধন ঘোষণার পর গেমসের মাসকট তারুণ্য নামের কাঠবিড়ালী মাঠ প্রদক্ষিণ করে। এরপর মশাল প্রজ্বালন করেন সাবেক হকি তারকা জুম্মন লুসাই। সাবেক এথলেট শামীমা সাত্তার মিমু, সাবেক সাঁতারু উইং কমান্ডার রফিকুল ইসলাম, শূটার সাবরিনা সুলতানা এবং সাবেক ফুটবলার শেখ মোহম্মদ আসলাম মশাল হাতে স্টেডিয়াম প্রদক্ষিণ করে তা জুম্মন লুসাইয়ে হাতে তুলে দেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে সুরের ধারার শিল্পীরা। এরপর শুরু হয় মার্চ পাস্ট। প্রতিযোগিতার শতাধিক দলের প্রতিযোগীরা অংশ নেন মার্চ পাস্টে। মার্চ পাস্ট শেষে গেমসের ৬৮৫৫ জন ক্রীড়াবিদকে শপথ বাক্য পাঠ করান দেশের দ্রুততম মানব-মানবী মোহন খান ও নাজমুন নাহার বিউটি।
তার আগে গত এক যুগে ক্রীড়াঙ্গনের বিভিন্ন সাফল্যের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। বিকালে ডিজে রাহাত ও ডিজে জেনিফার উপস্থাপনায় শুরু হয় প্রি শো। এরপর বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পুলিশের বাদক দল বাদ্যযন্ত্র পরিবেশন করে।
মশাল প্রজ্বালনের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শঙ্কর সাঁওজালের গানের সঙ্গে সঙ্গে গ্যালারিতে ডিসপ্লের মাধ্যমে গ্রামবাংলার ছবি ফুটিয়ে তোলেন ৬০০ জন শিল্পীর এক বিশাল দল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার আহ্বান, মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের অংশগ্রহণ, জাতীয় জীবনে খেলাধূলার অবদানও এ ডিসপ্লের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে গেমসের থিম সং পরিবেশন করেন সঙ্গীতশিল্পী সুবীর নন্দী, শাকিলা জাফর, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, পার্থ বড়ুয়া ও কনা। থিম সংয়ের পর আতশবাজি দিয়ে সমাপ্তি ঘটে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের।