অস্ট্রেলিয়ায় তীব্র দাবদাহ, টেনিস তারকাদের প্রতিক্রিয়া

dw16স্পোর্টস ডেস্ক :- বছরের প্রথম গ্র্যান্ড স্লামের শুরু থেকেই তীব্র দাবদাহে নাকাল খেলোয়াড়রা৷ বলছি অস্ট্রেলিয়ার কথা৷ প্রচণ্ড গরমে খেলতে গিয়ে সেখানে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন৷ আর এই দাবদাহের কারণেই স্থগিত হয়ে গেছে অস্ট্রেলিয়ান ওপেন৷ ভয়াবহ গরমে চার ঘণ্টা অতিবাহিত করতেই গলদঘর্ম অস্ট্রেলিয়ান ওপেন টেনিসের আয়োজকরা৷ তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ৪৩.৪ ডিগ্রি সেলসিয়িসে৷ তাই স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর পৌনে দুটোয় বাধ্য হয়ে তাঁরা সিদ্ধান্ত নিলেন খেলা স্থগিত রাখার৷ তাপমাত্রা সহনীয় অবস্থায় না আসা পর্যন্ত খেলা এ সিদ্ধান্ত বহাল থাকবে৷ প্রচণ্ড গরমের কারণে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম তিন দিনেই সরে দাঁড়িয়েছেন ১০ জন খেলোয়াড়৷ বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডের খেলায় জয় পেলেও দাবদাহের তীব্রতা ভালোই টের পেয়েছেন রাশিয়ান তারকা মারিয়া শারাপোভা৷ আবহাওয়ার পূর্বাভাস না জানানোর জন্য আয়োজকদের সমালোচনা করেছেন তিনি৷অস্ট্রেলিয়ান ওপেনে তীব্র গরমের মধ্যে প্রতিপক্ষের সঙ্গে লড়ছেন শারাপোভা শারাপোভা জানিয়েছেন, এ অবস্থায় খেলা আসলেই ভীষণ কঠিন৷ গত কয়েকদিন ধরেই এই অসহ্য অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে৷ তাঁর মতে, খেলোয়াড়দের সাথে আলোচনা করে আয়োজকদের আগেই খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া উচিত ছিল৷আগনেস্কা রাদওয়ানস্কা রয়টার্সকে জানিয়েছেন, খেলা বা প্র্যাকটিসের পর অনেক মেয়েরা তো কথা পর্যন্ত বলতে পারতেন না, এতটাই গরম৷ এতই গরম যে ইনডোরেও খেলা সম্ভব নয়৷অস্ট্রেলিয়ান ওপেনে তাঁর প্রথম ম্যাচেই গরমে অসুস্থ হয়ে পড়েন আনাস্তাসিয়া পাভলিওচেংকোভা৷ ক্রমাগত বমি করে দুর্বল হয়ে পড়েছিলেন তিনি৷ এখনও মাথা ব্যথাসহ শারীরিক অসুস্থতা রয়েছে বলে জানা গেছে৷ তাঁর নিজের কথায়, ‘‘এ অবস্থায় নিজের সেরাটা দেয়া আসলেই সম্ভব নয়৷”মার্কিন তারকা ভারভারা লেপচেংকো জানিয়েছেন, খেলার সময় তার মনে হচ্ছিল গরমে হাত-পা ভারি হয়ে আসছে৷ তিনি মনোযোগ ঠিক রাখতে পারছিলেন না৷ খেই হারিয়ে ফেলেছিলেন৷ খেলা শেষে ভারভারা প্রথম যে কাজটি করেছিলেন তা হলো বরফ স্নান৷অন্য কোর্ট গুলোতে খেলা স্থগিত থাকলেও মেলবোর্ন পার্কের দুটি কোর্টে খেলা অব্যাহত থাকবে৷ রড লেভার এরেনা ও হিসেন্স এরেনাতে খেলা চালানো হবে কৃত্রিম ছাদ স্থাপনের মাধ্যমে৷ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে শুক্রবার পর্যন্ত দাবদাহ অব্যাহত থাকবে৷ তবে সপ্তাহান্তে তা কিছুটা কমে আসবে৷  সূত্র- DW.DE

 

 

Exit mobile version