‘ম্যাকবুক প্রো’র প্রসেসর দাম কমানোর পাশাপাশি আপডেট করেছে এর প্রতিষ্ঠানটি। টেক জায়ান্ট অ্যাপলের তৈরি ল্যাপটপ ‘ম্যাকবুক প্রো’র দাম কমেছে। অ্যাপল ১৩ ইঞ্চি ম্যাকবুক প্রোর দাম এক ধাপে ২০০ ডলার কমিয়েছে। বিজ্ঞান ভিত্তিক অন লাইন ইয়াহু নিউজ জানিয়েছে, দাম কমানোর পাশাপাশি আপডেট করা হয়েছে এর প্রসেসরও। গত সপ্তাহের শেষে অ্যাপল জানায়, ১২৮ গিগাবাইট ফ্ল্যাশ মেমোরির রেটিনা ডিসপ্লেসহ ম্যাকবুক প্রোর দাম ১,৬৯৯ ডলার থেকে কমিয়ে ১,৪৯৯ ডলার নির্ধারণ করা হয়েছে। ১,৬৯৯ ডলারে পাওয়া যাবে ল্যাপটপটির ২৫৬ জিবি ফ্ল্যাশ মেমোরির নতুন মডেলটি। অ্যাপল ২০১২ সালের মাঝামাঝিতে রেটিনা ডিসপ্লে ফিচারসহ নতুন ম্যাকবুক প্রো বাজারে ছেড়েছিলো। বছরের শেষ দিকে অনেকটাই কমে আসে ল্যাপটপটির বিক্রি। সম্পাদনা/শাবানা মন্ডল /০২.১৮ঘ /২২ ফেব্রয়ারি
অ্যাপল দাম কমিয়েছে ম্যাকবুক প্রোর
Share This