জি নিউজ : আইইউবিএটি এর কলেজ অব ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের উদ্যোগে, ক্যাম্প্যাসের লেক এরেনায় বিশ্বপর্যটন দিবস ২০১৩ উপযাপিত হয়েছে।
এবছর বিশ্বপর্যটন দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল: “Tourism and Water: Protection our common Future” বিশ্বের পানি সম্পদকে রক্ষার জন্য বিশ্বের পর্যটন শিল্প একটা বিরাট অবদান রাখতে পারে, মালদ্বীপকে বিশ্বপর্যটন দিবস উদযাপনের ভারপ্রাপ্ত দেশ হিসেবে মনোনয়ন করা হয়।
আইইউবিএটিতে বিশ্বপর্যটন দিবস ২০১৩ উপযাপনের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উপাচার্য ড এম আলিমউল্যা মিয়ান, প্রধান অতিথি হিসেবে ছিলেন মি. অশ্বিনী নায়ার, জেনারেল ম্যানেজার হোটেল ল্যু ম্যারিডিয়েন, ঢাকা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পর্যটন ও হোটেল ম্যানেজমেন্টের চেয়ার , ডিরেক্টর, অন্যন্য বিভাগীয় প্রধান সহ শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী।
সভাপতির ভাষনে ড.মিয়ান বলেন, আইইউবিএটির কলেজ অব ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট আর্থসামাজিক ভারসাম্য উন্নতিতে দ্রুত পরিবর্তনের জন্য তার শিক্ষাক্রমকে উন্নিত করেছে। ট্যুরিজম ও হসপিটালিটির ডিপার্টমেন্টের গ্রোজুটেরা পর্যটন শিল্পের বিভিন্ন বিভাগে ছাড়িয়ে রয়েছে যা পর্যটন শিল্পকে উন্নিত করেছে। প্রতিবছর ২৭শে সেপ্টেম্বর ” বিশ্বপর্যটন দিবস” উদযাপিত হয়ে আসছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সম্পর্কের দ্রুত উন্নতির জন্য এ দিবস পালিত হয়।এবারের প্রতিপাদ্যের বিষয় হিসাবে পানি সম্পদ সংরক্ষনের জন্য পর্যটন শিল্পকে বেছে নেওয়া হয়েছে। কারণ পর্যটন একাট শক্তিশালী মাধ্যম যাতে বিশ্বের পানি সম্পদের ভারসাম্য- ভবিষ্যত নির্ণয়ে সহায়ক। প্রতি বছর কোটি কোটি লোক বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমন করেন এবং পানি সম্পদদের সুষ্ঠু রক্ষা ও ব্যবহারে এই শক্তিকে কাজে লাগাতে পারে।
সবশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করা হয়। এর আগে আইইউবিএটির কলেজ অব টুরিজম এন্ড হসপিটালিটির ব্যানার নিয়ে ভোরবেলা রমনা রেস্টুরেন্ট থেকে দোয়েল চত্বর পর্যন্ত বিশ্বপর্যটন দিবসের র্যালীতে অংশ নেয়া