ঢাকা প্রতিনিধি ,জি নিউজ: আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুল জলিল দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি এবং ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। মঙ্গলবার রাত থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
এর আগে সোমবার রাতে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার বাইপাস অপারেশন করা হয়। হৃদরোগের চিকিৎসার জন্য গত ২৬ ফেব্রুয়ারি আওয়ামী লীগের প্রবীণ এ নেতাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। কিন্তু উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল৭৪বছর। এদিকে আব্দুল জলিলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন
প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখহাসিনা।
প্রবীণ এই রাজনীতিবিদ একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। তিনি বাংলাদেশ সরকারের প্রাক্তন বাণিজ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। একই সঙ্গে বাংলাদেশের জাতীয় সংসদে নওগাঁ-৫ আসনের সংসদ হিসেবে প্রতিনিধিত্ব করেছেন।এছাড়াও আব্দুল জলিল মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান ছিলেন।