জি নিউজ ঃ-রাজধানীর তোপখানা রোডের আজ দুপুরে মেহেরবা প্লাজায় গোলাম মাওলা রনির অফিসে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক ইমতিয়াজ মমিন সনি ও ক্যামেরাম্যান মহসিন মুকুলকে আটকে মারধর করা হয়। মুকুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাসালে ভর্তি করা হয়েছে। অপরাধবিষয়ক অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘তালাশ’ এর সংবাদ সংগ্রহের জন্য তারা সেখানে গিয়েছিলেন। ইনডিপেনডেন্ট টিভির তালাশ টিমের দুই সাংবাদিককে মারধরের ঘটনায় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনির বিরুদ্ধে মামলা করেছে ইনডিপেনডেন্ট কর্তৃপক্ষ। মামলায় হত্যাচেষ্টা, মারধর ও ভাংচুরের অভিযোগ আনা হয়েছে। শনিবার বিকালে রনিসহ অজ্ঞাতপরিচয়ের ২০/২৫ জনকে আসামি করে মামলাটি করেন ওই টেলিভিশনের সহকারী ব্যবস্থাপক ইউনুছ আলী। এদিকে শাহবাগ থানার [ওসি] সিরাজুল ইসলাম জানান, সংসদ সদস্য গোলাম মাওলা রনির বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলায় বেশকিছু অভিযোগ আনা হয়েছে।
জি নিউজ/ তাঃ ২০-০৭-২০১৩