জি নিউজ বিডি ডট নেটঃ- শ্রদ্ধা নিয়ে পরম করুণাময় আল্লাহর দরবারে দুই হাত তুলে দেশের কল্যাণ, সমৃদ্ধি, মুসলিম উম্মাহর ঐক্য ও বিশ্বশান্তি কামনা করলেন লাখ লাখ মুসল্লি। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার সমাপ্তি হয়েছে। এ মোনাজাতে অংশ নিয়ে ইহলোকের মঙ্গল ও পরলোকের ক্ষমা প্রার্থনা করলেন মুসল্লিরা।রোববার এ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো এ বছরের বিশ্ব ইজতেমা। আজ রোববার বেলা ৯ টার ৫৫ মিনিটে মোনাজাত শুরু হয়। শেষ হয় ১০ টা ১২ মিনিটে। মোনাজাত পরিচালনা করেন তাবলীগ জামায়াতের শীর্ষ মুরুব্বি দিল্লির মাওলানা যোবায়েরুল হাসান।এর আগে আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকে লাখ লাখ মুসুল্লি মহাসড়কে পায়ে হেঁটে, বাসে ও ট্রেনে করে টঙ্গীর ইজতেমা ময়দানে এসে সমবেত হন। সকাল ৯টার আগেই ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ায় বহু মানুষ মাঠের আশেপাশের রাস্তা ও অলিগলিতে অবস্থান নেন। মোনাজাতে অংশ নিতে লাখ লাখ মুসল্লির ঢল নামে টঙ্গীর তুরাগ নদীর আখেরি মোনাজাতে মুসল্লিদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়। শনিবার রাত ১২টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ধউড় সেতু থেকে আবদুল্লাহপুর হয়ে প্রগতি সরণি এবং টঙ্গী সেতু থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এসব রুটের যানচালকদের বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।এদিকে মোনাজাত উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পাঁচ স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। তাঃ-২ ফেব্রুয়ারি ২০১৪, রবিবার।