জি নিউজ ঃ-সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান পুরো রমজানে এই সময় ধরে চলবে। তবে সুপ্রিম কোর্ট ও ব্যাংক-বীমা প্রতিষ্ঠানগুলো তাদের সুবিধামতো সময়সূচি নির্ধারণ করবে। রমজান মাসে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করেছে সরকার। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১১ জুলাই থেকে রমজান মাস শুরু হবে। সোমবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে রমজানে অফিস সময় নির্ধারণ হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা। মন্ত্রিপরিষদ সচিব বলেন, রমজানে বরাবরই অফিসসূচিতে পরিবর্তন আনা হয়। এবারো জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগকে অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। রমজানে অফিস সময়ে জোহরের নামাজের জন্য বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। বর্তমানে অফিস সময় সকাল ৯টা থেকে পাঁচটা পর্যন্ত। মন্ত্রিপরিষদ সচিব বলেন, রমজানে অন্যান্য সময়ের তুলনায় সপ্তাহে ৬ ঘণ্টা ১৫ মিনিট কর্মঘণ্টা ‘লস’ হয়। অন্যান্য মাসে অফিসসূচিতে প্রতি সপ্তাহে ৩৭ ঘণ্টা ৩০ মিনিট কর্মঘণ্টা ব্যয় হয়। রমজানে একটু সুবিধা দিতেই হয়। এদিকে এ বৈঠকে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) আইন, ২০১৩-এর খসড়ার নীতিগত অনুমোদন-জাতীয় কৃষিনীতি, ২০১৩-এর খসড়ার অনুমোদন দেয়া হয়। সংসদের কেবিনেট কক্ষে সোমবার মহাজোট সরকারের মেয়াদে মন্ত্রিসভার ২০৮তম ও এবছরের ২৬তম বৈঠক হয়। এছাড়া গত ১৯-২০ মে থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ওয়াটার সামিটে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অংশগ্রহণ, ২৯ মার্চ তাজিকিস্তানে অনুষ্ঠিত এশিয়া কো-অপারেশন ডায়ালগ এবং ১০-১৩ এপ্রিল তথ্যমন্ত্রীর ভারত সফর বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে।