স্টাফ রিপোর্টার, জি নিউজঃ- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন বিএনপি আগামীতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বদলীয় সরকারের নির্বাচনে অংশ নেবে বলে আশা বাদী বলে মন্তব্য করেছেন তিনি । হানিফ বলেন, সংলাপের আহ্বান এখনো বহাল আছে। সরকারের পক্ষ থেকে সময় নির্ধারণ করা হবে না। সময় নির্ধারণ করতে হলে এখন তা বিরোধী দল থেকেই করতে হবে। মঙ্গলবার সকাল ১১টার দিকে বঙ্গবন্ধু এভিনিউতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন, এ ছাড়া সর্বদলীয় সরকারে জামায়াত থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল করেছে। তাই এখন আর তাদেরকে সর্বদলীয় সরকারে নেয়ার সুযোগ নেই। সর্বদলীয় সরকার হলে জামায়াতকে বাদ দিয়েই করা হবে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ।তাঃ-০৫-১১-২০১৩