জি নিউজ, ডেস্ক ঃ গত বুধবার দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে এক বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, সব কিছু যেভাবে এগুচ্ছে তাতে আশা করছি, আগামী ডিসেম্বর মাসেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যদিও আমাদের ক্ষমতা ছাড়তে হবে ২৫ জানুয়ারি। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।ডিসেম্বরই জাতীয় নির্বাচনের আশা মুহিতের । এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনায় বসার জন্য বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান। বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া না দিয়ে, গত রোববার এক সমাবেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার মেনে নিতে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন। প্রসঙ্গত ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়। এর আগে উচ্চ আদালতও ওই ব্যবস্থা বাতিল করে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর থেকে তা পুনর্বহালের দাবি জানিয়ে আসছে, ১৮ দলীয় জোট বিএনপি ।
আগামী ডিসেম্বর মাসেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, অর্থমন্ত্রী
Share This