জি নিউজ ঃ-আগামী নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই হবে, নির্দলীয় সরকার গঠনের প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রবীণ সংসদ সদস্য তোফায়েল আহমেদ। জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। তোফায়েল বলেন, দেশে এখন সেই অবস্থা নেই যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আমরা ভোটার তালিকা হালনাগাদ করেছি। এখন আর ভুয়া ভোটার নেই। অতএব তত্ত্বাবধায়ক সরকারের আর প্রয়োজন নেই, তোফায়েল বলেন, আওয়ামী লীগ কোনো দিন ভোট চুরির রাজনীতি করে না। বিএনপি ভোট চুরির রাজনীতি চালু করেছে।তিনি বলেন, চার সিটি নির্বাচনে প্রমাণ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হয়। আমাদের সরকার নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করে না । তিনি বলেন, জিয়াউর রহমান তার শপথ ভঙ্গ করেছেন। বঙ্গবন্ধুর সঙ্গে কথা দিয়ে তা রক্ষা করেননি। বঙ্গবন্ধুর সঙ্গে বেঈমানি করেছেন। নবীন সংসদ সদস্যদের উদ্দেশে তোফায়েল বলেন, আপনারা স্বাধীনতার ইতিহাস বিকৃতি করবেন না। স্বাধীনতায় যার যেখানে অবস্থান সেখানেই থাকতে দিন।
আগামী নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই হবে – তোফায়েল আহমেদ
Share This