জি নিউজঃ- আগামী বৃহস্পতিবার সারা দেশে উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করে স্মারকলিপি দিবে বিএনপি।চতুর্থ দফা উপজেলা নির্বাচনে নজিরবিহীন কারচুপি, ভোট জালিয়াতি, কেন্দ্র দখল ও সরকার নিজেদের অনুকূলে ভোটের রায় ছিনিয়ে নেয়ার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করে বিএনপি । মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।তিনি বলেন, ৫ জানুয়ারির সংসদ নির্বাচনে বিএনপি কেন অংশ নেয়নি, উপজেলা নির্বাচনের মাধ্যমে দিন কে দিন তা স্পষ্ট হয়ে উঠছে। রিজভী আরো বলেন, জনসমর্থনহীন সরকার ক্ষমতায় টিকে থাকতে বিএনপির নেতাকর্মীদের একের পর এক খুন, গুম করে যাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার বাণিজ্য করার সুযোগ করে দিয়েছে। রিজভী অভিযোগ করেন, পঞ্চম দফার উপজেলা নির্বাচনের ফলাফল নিজেদের অনুকূলে নিতে সরকার ইতিমধ্যে সারাদেশে সহিংসতার মাত্রা বৃদ্ধি করেছে।৪র্থ দফায় উপজেলা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্যের তীব্র সমালোচনা করে রিজভী আহমেদ বলেন, উনার কথাবার্তা শুনে মনে হয় সহিংসতা ও খুন যতবেশি হবে তিনি ততই বলবেন নির্বাচন সূষ্ঠু হয়েছে।
আগামী বৃহস্পতিবার ইউএনও কার্যালয় ঘেরাও -বিএনপি
Share This