জি নিউজঃ- আগামী রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্য মজুদ করা কিংবা দাম বাড়ানোর যে কোন চেষ্টা করা হলে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। গতকাল সচিবালয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, লাভ করার উদ্দেশ্য রমজানকে বেচে নেয়া ঠিক হবে না। তাই যদি করা হয় তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি জানান, আমদানি পণ্য সামগ্রী নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধির সঙ্গে আলোচনা হয়েছে। মজুদ সরবারহ সন্তোষজনক অবস্থায় আছে। পূর্ণাঙ্গ মাত্রায় শান্তি-শৃঙ্খলা রক্ষা করে সন্ত্রাসী ও চাঁদবাজী প্রতিরোধ করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখা হবে। এছাড়া রামজান মাসে এবং বিশেষ করে সেহরি ও ইফতারের সময় বিদু্যুৎ, গ্যাস ও পানি সরবরাহ যেন বিঘিœত না হয় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।