গত বুধবার সন্ধ্যা ৬টার কিছু পরে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি হরতাল প্রত্যাহার কথা জানান। তিনি বলেন, চট্টগ্রাম, কক্সবাজারসহ বাংলাদেশের বিভিন্ন উপকূলে ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে সম্ভাব্য ক্ষতির হাত থেকে জনগণকে রক্ষা করতে বিএনপি নেতাকর্মীদেরকে চেয়ারপারসন খালেদা জিয়া এখন থেকেই পাশে থাকার নির্দেশ দিয়েছেন। সম্ভাব্য এ দুর্যোগ যাতে মানুষজন নির্বিঘ্নে মোকাবেলা করতে পারে সে জন্য চেয়ারপাসনের খালেদা জিয়ার নির্দেশে এ হরতাল প্রত্যাহার করা হয়েছে। এর আগে সকালে একই কার্যালয়ে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে ১৮ দলের এক সংবাদ সম্মেলনের হরতাল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল।