জি নিউজঃ-আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত সারাদেশে ৬০ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট । ৪ নভেম্বর সোমবার ভোর ৬টা থেকে ৬ নভেম্বর বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতাল চলবে। আজ শনিবার বেলা ১১টার দিকে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জোটের মহাসচিব পর্যায়ে বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, অবাধ সুষ্ঠু ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্দদলীয় নিরপেক্ষ সরকারের কোনো বিকল্প নেই। এ দাবি আদায়ের জন্যই ১৮ দল এই সর্বাত্মক হরতালের ঘোষণা দিয়েছে। মির্জা আলমগীর বলেন, বিরোধী দলকে বাদ দিয়ে একদলীয় নির্বাচন করার জন্য সরকার নানা অপতৎপরতা চালাচ্ছে। মুখে সমঝোতার কথা বললেও সমঝোতার সব পথ তারা একে একে বন্ধ করে দিচ্ছে। অনৈতিকভাবে বিরোধীদলীয় নেতার অনুমতি ছাড়াই দুই নেত্রীর ফোনালাপ গণমাধ্যমে প্রচার করেছে। সংলাপ-সমঝোতার পথ বন্ধ করতেই সরকার পরিকল্পিতভাবেই এই সব করছে। এছাড়া গণমাধ্যম, অ্যাম্বুলেন্স এবং পরীক্ষার্থীদের গাড়ি এই হরতালের আওতামুক্ত থাকবে বলে মির্জা আ লমগীর জানান। তিনি বলেন, বিরোধী দলের আন্দোলন সংগ্রাম বন্ধ করতেই রাজধানীতে সব ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ নিষিদ্ধ করে সরকার। কিন্তু জনগণের দাবির মুখে আমাদের সভা-সমাবেশের অনুমতি দিতে বাধ্য হয়েছিল। তাঃ- ২ নভেম্বর ২০১৩
আগামী সোম থেকে ৬০ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে ১৮ দলীয় জোট বিএনপি
Share This