স্টাফ রিপোর্টার,জি নিউজঃ- নিবন্ধন বাতিলের রায়ের বিরুদ্ধে আগামী ১২ ও ১৩ অগাস্ট ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকালে হাই কোর্টের রায়ের পর সন্ধ্যায় এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। সেই সঙ্গে আগামী ৩ অগাস্ট সারাদেশে বিক্ষোভের কর্মসূচি দিয়ে জামায়াত বলেছে, “অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও মৌলিক অধিকার পরিপন্থী এ রায়ের বিরুদ্ধে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। একটি রিট আবেদনের রায়ে হাই কোর্ট বলেছে, নির্বাচন কমিশনে ২০০৮ সালে পাওয়া জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ। নিবন্ধন না থাকলে রাজনৈতিক দল হিসেবে সক্রিয় থাকা গেলেও নির্বাচনে অংশ নেয়া যায় না। এই রায়ের ফলে জামায়াত আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না বলে ইসির কৌঁসুলি শাহদীন মালিক জানিয়েছেন। তবে এই রায়ের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আপিল করে শাহদীন মালিকের বক্তব্যের সঙ্গে দ্বিমত জানিয়েছেন জামায়াতের কৌঁসুলি ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। হাই কোর্টের রায়ের পরপরই রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতের নেতা-কর্মীরা। মিছিল থেকে ধানমণ্ডি ও কমলাপুরে গাড়ি ভাংচুর ও হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।