অনলাইনডেস্ক:-বিএনপি বারংবার আন্দোলনের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যওপরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন তারা আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতেনা পেরে সরকার বিরোধী নানা কথা বলছে। তাদের মনে রাখতে হবে জনগণ পাঁচ বছরের জন্য এসরকারকে ভোট দিয়েছে।বিএনপি নেত্রী বহুদিনযাবত হুমকি ধামকি দিয়েযাচ্ছে।কিন্তু তাদেরএই হুমকি ধামকি দিয়ে কোন লাভ হবেনা।আগামী২০১৯সালের আগে দেশে কোন নির্বাচন হবে না।শুক্রবার সকালে নিজ নির্বাচনী এলাকা কা জীপুর উপজেলার বন্যাদুর্গত শুভগাছা, মাইজবাড়ি, তেকানি, মেঘাই, নাটুয়ার পাড়াচর সহবিভিন্ন গ্রামের বন্যাকবলিত পরিবারের মধ্যেত্রাণ সামগ্রীবিতরণ শেষে সাংবাদিকদে সঙ্গেমত বিনিময় কালে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, নির্ধারিত সময়েই দেশে সংসদ নিবাচন অনুষ্ঠিত হবে।পরবর্তী নির্বাচনে দেশবাসী যাদেরকে নির্বাচিত করবেন তারাই পরবর্তী সরকার গঠন করবে।বর্তমান সরকার দেশের বন্যাকবলিত মানুষের পাশে রয়েছে।
এসময় তিনি সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে উল্লেখ করে বলেন, প্রশাসন সব সময়ই বন্যার দিকে লক্ষ্যরাখছে। মানুষের যেন কষ্টনা হয় সেদিকে লক্ষ রেখেই বন্যা পরিস্থিতির দিকে নজর রয়েছে সরকারের।তিনি আরো বলেন, বন্যাপরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে।আতঙ্কিত হবার কোন কারণ নেই।সরকার দুর্গতদের জন্য সব সহায়তা দেবে।
এর পরে কাজীপুরের নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন কালে ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ টকর্তৃপক্ষকে নির্দেশ দেন স্বাস্থ্যওপরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
আগামী ২০১৯ সালের আগে দেশে কোন নির্বাচন হবে না : নাসিম
Share This