অনলাইন ডেস্কঃ- আগামী ২১শে মে বুধবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নরেন্দ্র মোদি। আজ লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার আনুষ্ঠানিকতাটুকুই কেবল বাকি। বিজেপি’র নিরঙ্কুশ ব্যবধানে জয় আগেই সুনিশ্চিত হয়েছে। এরই মধ্যে দলটির সিনিয়র নেতৃবৃন্দ পার্লামেন্টারি সভা আয়োজনের জন্য শনিবারের দিনটি নির্ধারণের ব্যাপারে আলোচনা করছেন। সেখানেই দলের পক্ষ থেকে মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। এ খবর দিয়েছে অনলাইন ইকনোমিক টাইমস। এদিকে এরই মধ্যে গান্ধীনগরে বিজেপি’র প্রেসিডেন্ট রজনাথ সিং, সিনিয়র নেতা অরুন জেটলি ও নিতিন গাডকারির সঙ্গে আলোচনায় বসেছেন নরেন্দ্র মোদি। সরকার গঠন ও কাদের মন্ত্রী নিয়োগ দেয়া হবে এবং লাল কৃষ্ণ আদভানি ও এম এম জোশির মতো প্রবীণ রাজনীতিকদের ভূমিকা কি হবে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে। এদিকে আজ সন্ধ্যার দিকে মোদি তার নির্বাচনী এলাকা ভাদোদারায় যাবেন সেখানকার জনগণকে ধন্যবাদ ও অভিবাদন জানাতে। তিনি আগামীকাল সকাল ১০টার দিকে রাজধানী দিল্লিতে একটি রোড শোতে অংশ নেবেন। বিমানবন্দর থেকে বিজেপির সদরদপ্তর পর্যন্ত আয়োজন করা হবে। এরপর তিনি বারানসিতে যাবেন। এভাবেই চলবে তার আগামী কয়েক দিনের কর্মসূচি। এরপর দিল্লিতে ফিরে সেখানেই অবস্থান করবেন ও আগামী ২১শে মে বুধবার শপথ নেবেন।সূত্র –ইন্টারনেট।
আগামী ২১শে মে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন মোদি
Share This