ডেস্ক রিপোর্ট ,জি নিউজ ঃ আগামী ২৯ এপ্রিল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রাকিবউদ্দিন আহমেদ। মঙ্গলবার বিকালে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন তিনি।
তফসিল ঘোষণাকালে প্কমিশনার কাজী রাকিবউদ্দিন জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২২ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহার তারিখ ২৪ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি ও তফসিলের সময় নির্ধারণ নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ।
মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতি নির্বাচিত করার জন্য কমিশন থেকে ৪৪ ধরনের কর্মপরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। এর মধ্যে রয়েছে তফসিল ঘোষণা, ভোটার তালিকা চূড়ান্তকরণ ও প্রকাশ এবং জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের ‘সিইসি’ আলোচনা।
উল্লেখ্য, গত ২০ মার্চ বিকালে দেশের ১৯তম রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ওইদিনই মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জাতীয় সংসদের স্পিকার এডভোকেট আবদুল হামিদকে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রপতি থেকে অস্থায়ী রাষ্ট্রপতি করা হয়।
বর্তমানে রাষ্ট্রপতি পদটি শূন্য থাকায় আগামী ১৮ জুনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। ইতিমধ্যে জাতীয় সংসদের ১৭তম অধিবেশন আহ্বান করা হয়েছে। আগামী ২১ এপ্রিল এ অধিবেশন বিকাল ৪টায় শুরু হবে। এ অধিবেশনেই নির্বাচিত করা হবে দেশের ২০তম রাষ্ট্রপতি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার আব্দুল মোবারক, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মুহাম্মদ জাবেদ আলী, আবু হাফিজ, মো. শাহনেওয়াজ, ইসি সচিব ড. মো. সাদিক প্রমুখ।
আগামী ২৯ এপ্রিল রাষ্ট্রপতি নির্বাচন
Share This