জি নিউজ বিডি ডট নেট ঃ- আগামী ৪ জুন চালু করতে যাচ্ছে ‘ঢাকা নিউইয়র্ক ফাইট’ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এই রুটের টিকেট বিক্রি শুরু হচ্ছে। গতকাল সোমবার বিমানের বলাকা ভবনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক কেভিন জন স্টীল একথা জানান। উল্লেখ- ২০০৬ সালে ঢাকা নিউইর্য়ক রুট বন্ধ করে দেয় রাস্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ঢাকা নিউইর্য়ক রুট চালু করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এরই মধ্যে মিশর থেকে দুটি দুটি বোয়িং ৭৭৭-২০০ লিজ নেযার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত বিমানের নবগঠিত প্রথম পরিচালনা পর্ষদের সভায় এসিদ্ধান্ত অনুমোদন দেয়া হবে। নিউইর্য়ক রুট ছাড়াও ঢাকা ফ্রাংকফ্রুট রুট চালু করা হবে আগামী এপ্রিলে। এই ফাইটটি রোম হয়ে ফ্রাংকফ্রুট যাবে। এছাড়া আগামী গ্রীস্মের মাঝামাঝি গোহাটি, কুংমিন ও গোহাটিতে ফাইটও চালু হবে। কেভিন জন স্টীল অভ্যন্তরীন রুটের জন্য এখনো দুটি টার্বোপ্রপ উড়োজাহাজ সংগ্রহ করতে না পারায় দুঃখ প্রকাশ করেন। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী এপ্রিলের দিকে এই দুিট উড়োজাহাজ ভাড়া করা সম্ভব হবে ।লিখিত বক্তব্য কেভিন উল্লেখ করেন, বিমানের জিএসএ নিয়োগ নিয়ে দুই-একটি পত্রিকায় তাকে নিয়ে যে মানহানিকর প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা দুঃখজনক। এসব প্রতিবেদনের কোন ভিত্তি নেই। এগুলো অসত্য বলে মন্তব্য করেন তিনি।তাঃ- ২8 জানুয়ারি ২০১৪