আগামী ৫ জানুয়ারি নির্বাচন হবে – সৈয়দ আশরাফুল

জি নিউজ বিডি ডট নেট ঃ- আগামী ৫ জানুয়ারি ঘোষিত তফসিলেই নির্বাচন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম । তারানকোর সঙ্গে .লীগ নেতাদের বৈঠক- আজ শনিবার দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক শেষে সৈয়দ আশরাফুল ইসলাম এ কথা জানান। তারানকোর এ সফর ফলপ্রসূ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসব আলোচনায় সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের ব্যাপারে ফের সংলাপের ওপর গুরুত্ব দিয়েছেন তারানকো। এ ক্ষেত্রে সাংবিধানিক কাঠামোতে থেকেই রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে পারে বলে তিনি মত দেন। তবে আলোচনার জন্য সময় খুব সীমিত হয়ে এলেও সংলাপের জন্য সব ধরনের উদ্যোগ অব্যাহত রাখার কথা বলেন। তারানকো চলমান রাজনৈতিক সহিংসতা নিয়ে জাতিসংঘের গভীর উদ্বেগের কথা বিভিন্ন বৈঠকে জানান। তিনি যেকোনো মূল্যে প্রাণঘাতী এসব সহিংসতা বন্ধের আহ্বান জানান। তবে বৈঠক শেষে অস্কার ফার্নান্দেজ তারানকো সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। এদিকে ঢাকা সফরের দ্বিতীয় দিনে ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিক, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে আলোচনা করেন। আওয়ামী লীগের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক তারানকোর সঙ্গে বৈঠকে সৈয়দ আশরাফের নেতৃত্বে ছয় সদস্যের আওয়ামী লীগের প্রতিনিধিদলে ছিলেন দলের উপদেষ্টা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, গওহর রিজভী, শিল্পবিষয়ক সম্পাদক ফারুক খান ও সাবেক রাষ্ট্রদূত শাহেদ রাজা। বৈঠকের পর সৈয়দ আশরাফ সাংবাদিকদের জানান, তারানকোর নেতৃত্বাধীন জাতিসংঘ প্রতিনিধিদলের সঙ্গে আওয়ামী লীগ প্রতিনিধিদলের কয়েক দফা আলোচনা হবে। এরই অংশ হিসেবে প্রথম দফা আলোচনা হয়েছে। তিনি বলেন, আগামী বৈঠকগুলোর পর অনেক কিছু পরিষ্কার হবে। সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আজ আলোচনা হয়নি। আগামী বৈঠকগুলোতে এ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। সৈয়দ আশরাফ বলেন, ‘আমরা খুবই আশ্বস্ত যে জাতিসংঘের মহাসচিব নিজে উদ্যোগী হয়ে প্রতিনিধিদলকে বাংলাদেশে পাঠিয়েছেন। ১/১১ রাজনৈতিক পট পরিবর্তনের পর, ২০০৮ সালে ঢাকায় এসেছিলেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। তাঁর ওই বৈঠক খুবই সফল হয়েছিল। সে কারণেই নির্বাচন হয়েছিল। আর ওই নির্বাচনে আমরা সবাই অংশগ্রহণ করি। সব দলকে নিয়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যাঁরা নির্বাচন প্রক্রিয়ায় আছেন, তাঁদের কথা বলছি। অনেক রাজনৈতিক দল আছে, যারা নির্বাচনে অংশগ্রহণ করে না। যারা অংশগ্রহণ করে, তাদের সঙ্গে আলোচনার কথা বলছি। অস্কার ফার্নান্দেজ তারানকো গতকাল শুক্রবার রাতে ঢাকায় এসেছেন। রাজনৈতিক সংকট কাটাতে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের প্রতিনিধি হিসেবে অস্কার ফার্নান্দেজ তারানকো এর আগে দুবার ঢাকা সফর করেন। প্রথমবার গত বছরের ডিসেম্বরে এবং দ্বিতীয়বার এ বছরের মে মাসে তিনি ঢাকায় আসেন। এবার ঢাকা সফরে তারানকো পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। ১০ ডিসেম্বর তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে।

Exit mobile version