অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বেসরকারী সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ- আগৈলঝাড়া এডিপি’র সহযোগিতায় সমাজের নারীদের সুশাসন প্রতিষ্ঠায় একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ চাঁদত্রিশিরা সিবিও কার্যালয়ে যমুনা বহুমুখী সমবায় সমিতির আয়োজনে সমাজের নারীদের ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। মূল বিষয়ের উপর আলোচনা করেন ওয়ার্ল্ডভিশন আগৈলঝাড়া এডিপি’র অর্থনৈতিক প্রকল্প ব্যবস্থাপক প্রেমসং ¤্রং, সিবিও ম্যানেজার দুলাল বৈষ্ণব, সদস্য ছমিরন বেগম, দীপ্তি রায়, মীরা দাস, প্রবীর বৈষ্ণব, সেবা সরকার প্রমুখ।