অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে শনিবার বর্ণাঢ্য অয়োজনের মধ্য দিয়ে ছাত্রলীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শহীদদের স্মরণে নীরবতা পালন, কেক কাটা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। পরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইউসুফ মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা জসীম সরদার, ফিরোজ শিকদার, সবুজ আকন, ছাত্রলীগ নেতা কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, আবু সালেহ লিটন, অনিমেষ মন্ডল, বরুণ বাড়ৈ, মিন্টু সেরনিয়াবাত প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামণায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
আগৈলঝাড়ায় ছাত্রলীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
Share This