অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৭৮তম জন্মদিন পালনের মধ্য দিয়ে দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতা শেষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপি কিছুটা ঘুরে দাঁড়িয়েছে ।
রোববার সকালে উপজেলা দলীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৮তম জন্মদিন উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এসএম আফজাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল ইসলাম মাহাবুব, যুবদল সভাপতি আলী হোসেন ভূঁইয়া স্বপন, বাস্তুহারা দল সভাপতি এসএম হাবিবুর রহমান, উপজেলা ছাত্রদল যুগ্ম সম্পাদক আবু সাইদ সরদার, ছাত্রদল নেতা শাহজাহান ফরিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল পাইক, কলেজ ছাত্রদল সভাপতি মিজানুর রহমান, কলেজ ছাত্রদল নেতা এমএম জহিরুল ইসলাম জনি, যুবদল ইতালী শাখার সহ-সভাপতি আজাদ মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সদ্য সমাপ্ত দশম জাতীয় সংসদ নির্বাচনকে অগ্রহণযোগ্য দাবি করে নির্বাচন পরবর্তী দেশের বিভিন্নস্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় তারা সরকারের প্রতি নির্যাতনকারীদের খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।