প্রতিনিধি, আগৈলঝাড়া (বরিশাল) :বরিশালের আগৈলঝাড়ায় জুয়ারী ও পলাতক আসামীসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, পৌষ সংক্রান্তি মেলা থেকে মঙ্গলবার বিকেলে জুয়ার কোর্টসহ নুরু ফকির নামে একজনকে গ্রেফতার করেছে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন। ভ্রাম্যমান আদালতে তার বিচার সম্পন্ন করা হয়। অপরদিকে বাশাইল গ্রাম থেকে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গৌতম বৈদ্য ও মঙ্গল গাইনকে গোপন সংবাদের ভিত্তিতে নিজবাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গ্রেফতারকৃতদের বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।