অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বরিশালের আগৈলঝাড়ায় গৃহবধূকে শারিরীক নির্যাতন করে আহত করেছে দেবর। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
আহতসূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের প্রবাসী আ. রশিদ খানের স্ত্রী ঝর্ণা বেগম (২৫) কে তার দেবর সান্টু খান তুচ্ছ ঘটনা নিয়ে গতকাল বুধবার সকালে শারিরীক নির্যাতন করে। পরে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর অবস্থায় উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। কিছুদিন পূর্বে ওই পাষন্ড একাধিকবার ঝর্ণা বেগমকে টাকা-পয়সার জন্য উত্যক্ত করত। সে সময় এব্যাপারে সান্টুর বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় জিডি করা হয়েছিল। জিডি নং- ৮৫০ (২৮-১০-২০১৩ ইং)। আহত গৃহবধূ ঝর্ণা বেগম জানান, সম্প্রতি তার স্বামী আ. রশিদ জমি কেনার জন্য দু’লাখ টাকা পাঠালে সেই টাকা হাতিয়ে নেবার পাঁয়তারা শুরু করে সান্টু। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে তার কাছে টাকা দাবি করলে সে দিতে অস্বীকার করায় সান্টু তাকে এলোপাথারী বেধড়ক মারধর করে। এতে তার শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হয়। পরে বাড়ি ও স্থানীয় লোকজন তাকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সেলিম মিয়ার অধীনে চিকিৎসারত রয়েছে। এব্যাপারে আহত গৃহবধূর পক্ষ থেকে আদালতে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।