অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বরিশালের আগৈলঝাড়ায় খেলার মাঠে ইভটিজিংকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দু’দফা সংঘর্ষে উভয়পক্ষের ১০জন আহত হয়েছে। দু’জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার চেঙ্গুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সোমবার বার্ষিক ক্রীড়ানুষ্ঠান চলাকালে পার্শ্ববর্তী রাংতা গ্রামের কতিপয় উচ্ছৃক্সখল যুবক উপস্থিত মেয়েদের প্রতি অশালীন আচরণ শুরু করে। স্থানীয়রা এর প্রতিবাদ করার একপর্যায়ে রাংতা গ্রামের দেলোয়ার ফকিরের ছেলে নাজমুল ও ইউনুস মোল্লার ছেলে মনির, হালিম বেপারীর ছেলে বক্কার ও কালাম ফকিরের ছেলে মিরাজুলসহ ৭-৮জনকে আটক করে মারধর করে। ঘটনা জানতে পেরে রাংতা গ্রামের লোকজন গিয়ে রাতে তাদের উদ্ধার করে। এঘটনায় ক্ষিপ্ত হয়ে গতকাল মঙ্গলবার সকালে চেংগুটিয়া গ্রামের রিপন হাওলাদারের ছেলে মেহেদী ও শহীদ হাওলাদারের ছেলে কামরুল প্রাইভেট পড়তে এলে তাদের আটক করে মারধর করে রাংতা গ্রামের লোকজন। খবর পেয়ে ওসি মো. সাজ্জাদ হোসেন গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত মেহেদী ও কামরুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।