অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বরিশালের আগৈলঝাড়ার সাহেবের হাট বন্দরে গত শুক্রবার ভোর রাতে দ্বিতীয়বারের মত অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। প্রাথমিকভাবে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, শুক্রবার ভোর রাতে উপজেলার সাহেবের হাট বন্দরের চাল ব্যবসায়ী শ্যামল বাড়ৈর মুদি মালের গোডাউন ও পংকজ মজুমদারের গ্যারেজে রাখা মোটরসাইকেলসহ দোকানের সকল মালামাল পুড়ে যায়। এ দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শচীন্দ্র নাথ বৈদ্য জানান। তবে আগুণের সূত্রপাতের কোন কারণ জানা যায়নি। গৌরনদী ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। উল্লেখ্য, গতবছর ২৯ ডিসেম্বর ওই বাজারে আগুণ লেগে ২৫টিরও বেশী দোকান পুড়ে গিয়েছিল।