অপূর্ব লাল সরকার,আগৈলঝাড়া (বরিশাল) থেকে : মঙ্গলবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার উওর শিহিপাশা গ্রামে মো. তোতা মিয়া মারামতের দু’বছরের ছেলে তানজিল সবার অজান্তে বাড়ির সামনের পুকুরে পরে যায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজির পরে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুবল কৃষ্ণ কুন্ডু তানজিনকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমেছে।