অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বরিশালের আগৈলঝাড়ায় বাল্য বিবাহ, নেশায় আসক্ত ও যৌণ হয়রানি প্রতিরোধে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার গৈলা বাজারে ইউপি চেয়ারম্যান আবুল হোসেন লাল্টুর সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. ইউসুফ মোল্লা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন, ভাইস চেয়ারম্যান মো. জসীম সরদার, মুক্তিযোদ্ধা আ. রইচ সেরনিয়াবাত ও আওয়ামীলীগ নেতা রুস্তম সেরনিয়াবাত। আরও বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল দাশগুপ্ত, শিক্ষক তারক চন্দ্র দে, নারায়ণ চন্দ্র নাগ, অবঃ শিক্ষক আলাউদ্দিন ফারুকী, হাজী আ. মান্নান আকন, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, পুলিশিং কমিটির নিবারণ সরকার, আওয়ামীলীগ নেতা ছত্তার মোল্লা প্রমুখ। সভায় বক্তারা মাদকসেবী, ব্যবসায়ী, যৌণ নিপীড়কদের শাস্তির মেয়াদ বৃদ্ধি করার দাবি জানান।