অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বরিশালের আগৈলঝাড়ায় বাড়ি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ঘর ভাংচুর, মহিলাসহ আহত ৮ জন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সরেজমিন ও স্থানীয়সূত্রে জানা গেছে, উপজেলার রতœপুর ইউনিয়নের থানেশ্বরকাঠী গ্রামের বিনোদ সরকার ২০বছর পূর্বে একই বাড়ির মাধব সরকারের কাছে সাড়ে ২১ শতাংশ সম্পত্তি বিক্রি করে। পরবর্তীতে মাধব ক্রয়কৃত সম্পত্তিতে বিনোদকে থাকতে দেয়। ৩বছর পূর্বে গাছ বিক্রিকে কেন্দ্র করে আগৈলঝাড়ায় থানায় অভিযোগ দায়ের করলে শালিশ মিমাংশায় ওই বাড়ি ছেড়ে চলে যায় বিনোদ। বিক্রিত সম্পত্তি দখলের জন্য বৃহস্পতিবার দুপুরে বিনোদের নেতৃত্বে অর্ধশত ভাড়াটে মাস্তান নিয়ে ওই বাড়িয়ে গিয়ে মাধবের ছেলে তপনের ঘর ভাংচুর করে। এসময় বাঁধা দিলে সুনীতি সরকার (৭৫), বিণতা রানী (৩৮), তপন সরকার (৪২), মনিকা রানী (৪০), নুপুর সরকার (২২), অপু (১৩) সহ ৮জন আহত হয়। এসময় মাস্তানরা ঘর ভাংচুরসহ ঘরের জিনিসপত্র বাইরে ফেলে দেয়া সহ ওই পরিবারের লোকজনকে হুমকি প্রদান করে। এসময় হামলাকারীরা শিক্ষক অনন্ত সরকার (৬২) কেও লাঞ্ছিত করে। এব্যাপারে আগৈলঝাড়া থানার এসআই শহীদ ও রত্নপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।