অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বরিশালের আগৈলঝাড়ায় বিজয় দিবস উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ ও মুক্তিযোদ্ধা সংসদ এ উপলক্ষে দিনব্যাপী পৃথক পৃথক কর্মসূচী গ্রহণ করেছে। অতি প্রত্যুষে আগৈলঝাড়া থানা পুলিশ কর্তৃক ৩১ বার তোপধ্বণির মাধ্যমে কর্মসূচী পালিত হবে। সকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ মাঠে পুলিশ, আনসার, ভিডিপি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মনোজ্ঞ কুচকাওয়াজ, র্যালী, ডিসপ্লে প্রদর্শিত হবে। পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সম্মাননা প্রদান করা হবে। বিকেলে একইস্থানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আওয়ামীলীগ ও মুক্তিযোদ্ধা সংসদ স্ব স্ব কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে।