অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :বরিশালের আগৈলঝাড়ায় স্বাস্থ্য বিভাগীয় আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের ৫ লাখ টাকার সংস্কার কাজ সম্পন্ন না করে ইঞ্জিনিয়ারের সহায়তায় সম্পূর্ণ বিল উত্তোলন করে নিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। আগৈলঝাড়া প্রশিক্ষণ কেন্দ্র থেকে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (সিএমএমইউ) জানানো হলেও ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে তারা কোন ব্যবস্থা নিচ্ছে না।
প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসূত্রে জানা গেছে, চলতি বছরে বরিশাল বিভাগীয় আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের আগৈলঝাড়া ট্রেনিং সেন্টার সংস্কারের জন্য বরিশাল স্বাস্থ্য বিভাগীয় প্রকৌশল অধিদপ্তরের (সিএমএমইউ) থেকে টেন্ডার আহŸাণ করলে মাসুম এন্টারপ্রাইজ নামের ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মো. রিয়াজ ৪ লাখ ৭৪ হাজার টাকার কার্যাদেশ পেয়ে সংস্কার কাজ শুরু করেন। ঠিকাদার প্রতিষ্ঠানে নামে মাত্র ১৫ দিন কাজ করে। ওই কাজে তদারকির দায়িত্বে ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (সিএমএমইউ) সহকারী প্রকৌশলী মো. ইব্রাহিম ফারুকী। জেনারেটর মেরামত, বাথরুমের লো-ডাউন, কমোড, গ্যারেজ সংস্কার, ফ্যান সংযুক্ত, মর্টার সংযুক্ত, দেয়ালে রং করাসহ অধিকাংশ কাজ না করেই ঠিকাদার লাপাত্তা হয়ে যায়। সিএমএমইউ কর্মকতাদের সহযোগিতায় জুন মাসের মধ্যেই ঠিকাদারী প্রতিষ্ঠান মাসুম এন্টারপ্রাইজ সমুদয় বিল উত্তোলন করে নিয়ে যায়। সংস্কার কাজ না করার ঘটনা বরিশাল সিএমএমইউ-কে জানালেও অজ্ঞাত কারণে তারা ঠিকাদাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেনা।
তবে একটি সূত্রে জানা গেছে, সংস্কার কাজের বেশীরভাগই অসম্পূর্ণ রেখে সংশ্লিষ্ট বিভাগের ইঞ্জিনিয়ার ইব্রাহিম ফারুকীর সহায়তায় বিল তুলে নেয় ঠিকাদারী প্রতিষ্ঠান। এদিকে সংস্কার কাজ না হওয়ায় ট্রেনিং সেন্টারের কার্যক্রম মারাতœকভাবে ব্যাহত হচ্ছে।
জানা গেছে, ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় রিয়াজ নামে ওই ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেনা সংশ্লি¬ষ্টরা। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (সিএমএমইউ)-এর সহকারী প্রকৌশলী মো. ইব্রাহিম ফারুকী জানান, কাজ ফেলে রাখায় ওই ঠিকাদারকে শো’কজ করার পাশাপাশি একাধিকবার তলব করা হয়েছে ।